ফখরুল ইসলাম রানা
সদস্য নং ০০১৫
শেয়ার সংখ্যাঃ
পিতাঃ মফিজুর রহমান
জাতীয় পরিচয়পত্র নং ১৯৯৪৭৫১৪০৫৭০০১১৮
স্থায়ী ঠিকানাঃ সৈয়দ আলী বাড়ী, হিজলী, সেনবাগ, নোয়াখালী, বাংলাদেশ।
জন্ম তারিখঃ ৩১/১২/১৯৯৪
রক্তের গ্রুপঃ O+
ইমেইলঃ fakhrul1171908@gmail.com
মোবাইলঃ
যোগদানের তারিখঃ ০১/০১/২০২১
(আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে, ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব কর্তৃক পরিচালিত ছাত্রবন্ধু বহুমুখী সমবায় সমিতির একজন সদস্য হিসেবে সমিতির সকল নিয়মকানুন মানিয়া চলিবো। আমি আরো অঙ্গীকার করতেছি যে, আমি কখনোই সমিতির স্বার্থ ক্ষুন্ন হতে পারে এমন কোন কাজে জড়াইবো না। সমিতির সাথে সম্পর্ক বহির্ভূত কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান ক সমিতির বিষয়ে এমন কোনো তথ্য দিবো না যেটাতে সমিতির স্বার্থ ক্ষুন্ন হতে পারে। আমার ব্যাক্তিগত কোনো কার্যকলাপের জন্য কোনো ভাবেই সমিতি কিংবা সমিতি সংশ্লিষ্ট কেউ দায়ি থাকিবে না। সমিতির কোনো নিয়ম ভঙ্গ করিলে সমিতি আমার বিরুদ্ধে পূর্ণ আইনানুগ ব্যবস্থা নিতে পারিবে এবং এক্ষেত্রে আমি তাহা মানিয়া চলিতে বাধ্য থাকিবো। যেহেতু আমি সমিতির সাথে সংশ্লিষ্ট হইয়াছি তাই সমিতির সকল কার্যক্রমে নিজেকে অন্তর্ভুক্ত আমি বাধ্য থাকিবো।
আমি সুস্থ ও স্বাভাবিক ভাবে অন্যার প্ররোচনায় প্ররোচিত না হইয়া এই অঙ্গিকার করিলাম।


No comments:
Post a Comment
পোস্ট টি কেমন লাগলো জানাবেন কিন্তু